Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় এর অর্জনসমুহ
Details
  • পবিবেশ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের আওতায় মোট শিল্প কারখানা/প্রকল্প সংখ্যা=২০৯৪ টি শিল্প প্রতিষ্ঠানকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। (সবুজ শ্রেণী-০২, লাল শ্রেণী-৮০, কমলা ক শ্রেণী-৮৬১, কমলা খ শ্রেণী-১১৫১)
  • এ অঞ্চলের আওতাধীন জেলাসমুহে উন্নত প্রযুক্তিতে ইটভাটা রুপান্তরের হার মোট ৮২.৫৭% (অটোমেটিক-০৮ টি, জিগজ্যাগ-২৯৭ টি, ফিক্সড চিমনী-৪৪ টি) ।
  • এ অঞ্চল কর্তৃক গত ১০ বছরে ইটভাটায় মোট ১৩৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১,২৬,৮৪,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।
  • এ অঞ্চলের আওতায় ইটিপি স্থাপনযোগ্য শিল্প প্রতিষ্ঠান-০৭ টির মধ্যে এ পর্যন্ত ইটিপি স্থাপিত হয়েছে ০৫ টি শিল্প প্রতিষ্ঠানে ও ইটিপি স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে ০২ টি শিল্প প্রতিষ্ঠানে।
  • এ অঞ্চল কর্তৃক গত ১০ বছরে রাজস্ব আয় হয়েছে ৫,১৯,৬৪,৪০২/- টাকা।
  • এ অঞ্চল কর্তৃক গত ১০ বছরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোট ৭২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৩৫১০ কেজি পলিথিন জব্দ করেছে ও ১৪ লক্ষ ৭১ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে।
Attachments
Publish Date
20/11/2019
Archieve Date
01/01/2021