Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম
Details
  • পরিবেশ অধিদপ্তর কর্তৃক সকল শিল্প প্রতিষ্ঠান শ্রেণী ভিত্তিতে যাচাই বাছাই করে ছাড়পত্র প্রদান করা।
  • পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য এখন অধিকাংশ কারখানায় ইটিপি নির্মিত হয়েছে।
  • আইন অমান্যকারী কারখানাকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করেছে।
  • নিয়মিত কারখানা মনিটরিং করা হচ্ছে।
  • পরিবেশবান্ধব ও আইনমান্যকারী কারখানাসমূহকে অধিদপ্তর কর্তৃক পরিবেশ পদক ও বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।
  • পানির ব্যবহার কমানোর জন্য জিরো ডিসচার্জ প্ল্যান বাধ্যতামূলক করা হচ্ছে।
  • সরকার কর্তৃক পরিবেশ বান্ধব কারখানাকে গ্রীন ফাইনাসিং করা হচ্ছে।
  • বিভিন্ন আলোচনা, সেমিনার, র‌্যালি ও ওয়ার্কশপের মাধ্যমে জনপ্রতিনিধি ও শিল্পোদ্যাক্তাদের পরিবেশ দূষণ বিষয়ে সংবেদনশীল করা হচ্ছে।
  • মতবিনিময় সভার মাধ্যমে উদ্যোক্তাদের নতুন প্রযুক্তি বিষয়ে অবহিত করা হচ্ছে।
  • সরকারি যেকোন প্রকল্প স্থাপনের পূর্বে পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র গ্রহণ বাধ্যতামূলক থাকায় তা প্রদান করা হচ্ছে।

 

বিভিন্ন ধরনরে প্রতিষ্ঠানের কার্যক্রম দ্বারা পরিবেশের উপর প্রভাব বিস্তার এবং অবস্থান অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ নিম্নবর্ণিত চারটি শ্রেণীতে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়ঃ-

শ্রেণী

উদাহরণ

সবুজ-

ঘড়ি প্রস্তুত ও সংযোজন, বই বাঁধাই, কৃত্রিম চামড়াজাত সামগ্রী প্রস্তুত, বাদ্যযন্ত্র, বাঁশ ও বেত সামগ্রী, চা প্যাকিং, গুড়ো দুধ রি-প্যাকিং (তৈরি বাদে), ইত্যাদি

কমলা ক-

বস্ত্রবুনন এবং হস্তচালিত তাঁত, করাতকল ও কাঠ চেরাই, ছাপাখানা, রেস্টুরেন্ট, সিনেমা হল, ড্রাইক্লিনিং, কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম, শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম, ইত্যাদি

কমলা খ-

পিভিসি সামগ্রী; গ্ল্যাস ফ্যাক্টরি; ভোজ্যতেল; পাটকল; হোটেল, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ও এপার্টমেন্ট ভবন; মাছ, মাংস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ; ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাব; রি-রোলিং; বস্ত্র ওয়াশিং, ইত্যাদি

লাল-

ট্যানারি; সব খনিজ প্রকল্প; ডাইং; লোহা ও ইস্পাত প্রস্তুত; সরকারি সকল সংস্থা (যেমন- Railway, BCIC, BWDB, RHD, DPHE, BIWTA, BPDB, LGED) এর অধিকাংশ প্রকল্প

উল্লিখিত শ্রেণীর কোনও শিল্প প্রতিষ্ঠানই আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না মর্মে বিধিতে উল্লেখ রয়েছে।

Attachments
Publish Date
20/11/2019
Archieve Date
01/01/2021