শিরোনাম
০৯ জানুয়ারি ২০২১ খ্রি: তারিখ রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনায় ১১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বিস্তারিত
আজ ০৯ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ শনিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় সক্রিয় অংশগ্রহণ করে। মোবাইল কোর্ট পরিচালনায় আনুমানিক ১,১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ সর্বমোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সকালে রাজবাড়ী জেলার সদর উপজেলার নিম্নলিখিত ব্যাক্তিগণ/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:
ক) আক্কাস স্টোর, স্বত্তাধিকারী: মোঃ আক্কাস, ভাজনচালা, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা, পলিথিন জব্দ ৩৫০ (তিনশত পঞ্চাশ) কেজি।
খ) নিপেন স্টোর, স্বত্তাধিকারী: নিপেন হালদার, বিনোদপুর, পানবাজার, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা, পলিথিন জব্দ ৮০০ (আটশত) কেজি।
সর্বমোট, জরিমানার পরিমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, পলিথিন ১,১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) কেজি।
মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউসন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিল র্যাব-৮ এর সদস্যবৃন্দ।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।